Friday, January 5, 2024

সমাপ্তির গল্পকথা

সমাপ্তির গল্পকথা

 



সমাপ্তির গল্পকথা....


একটি গল্প বা উপন্যাসের কাহিনী পড়তে পড়তে শেষ অধ্যায় টা জানার  জন্য ভীষন উৎসুক হয়ে পড়ি,,,

সমাপ্তিটা কেমন হবে শেষটা কি অসন্পূর্ণ থেকে যাবে ,,নাকি সুন্দর সমাপ্তি ঘটবে কত কি ভেবে ফেলি মনের মধ্যে,,, কখনো সুখের কখনো বা দুঃখের ,,যা হয় আমরা সেটাই

মেনে নিতে বাধ্য  ,,,সেখানে লেখকের ইচ্ছের উপর সন্পূর্ণ নির্ভর করে।

কিন্তু আমাদের জীবনের গল্পকথার  সমাপ্তির ভারটা একদম অন্যরকম সেখানে ইশ্বর নির্ভরযোগ্য,,,,

যতই আমরা হিসেব নিকেশের গল্পকথা লিখিনা কেন  আমাদের হাতে কিছুই থাকেনা,,,

  আমাদের জীবনে কর্মকান্ডের সমাপ্তির  ঘোষণা একমাত্র উনিই ঠিক করবেন।

0 Post a Comment: